বাংলাদেশের ক্ষুদ্রঋণ খাত পৃথিবীর বৃহত্তম ও বৈচিত্র্যময় খাত যা দেশের প্রত্যন্ত অঞ্চলের ব্যাংকিং সেবা বঞ্চিত জনগোষ্ঠিকে ঋণসহ বিভিন্ন আর্থিক সেবা প্রদান করে থাকে। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে গ্রাহকমুখী ঋণ সেবার পাশাপাশি ক্ষুদ্র-অর্থায়ন প্রতিষ্ঠান বা এমএফআই এখন সমন্বিত আর্থিক সেবা প্রদান করছে। বিভিন্ন ধরনের ঋণের পাশাপাশি সঞ্চয়, বীমা সুবিধা, বিদেশ থেকে টাকা পাঠানো (রেমিট্যান্স) এবং বিশেষ ক্ষেত্রে বিভিন্ন আর্থিক সুবিধাযুক্ত সেবা প্রদান করা হচ্ছে। সংশ্লিষ্ট সেবা প্রদানের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বুরো বাংলাদেশ নিজস্ব অর্থায়নে FNB এর সম্মানিত সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিগনের জন্য বুরো বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র, ফরিদপুরে গত ২০-২৪ ডিসেম্বর ২০২১ পর্যন্ত ০৫ দিন ব্যাপী উক্ত প্রশিক্ষণ আয়োজন করে। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ১৭ জন এমএফআই প্রধান ও ঊর্ধ্বতন ব্যবস্থাপকবৃন্দ।